ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ভারত

পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ জুলাই পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুন ২৪, ২০২০
পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ জুলাই পর্যন্ত

কলকাতা: পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদকাল বাড়ালো মমতা সরকার। ৩০ জুনের পরিবর্তে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে রাজ্যে ৩০ জুন পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  

কিন্তু বর্তমানে রাজ্যে করোনা পরিস্থিতির ভয়াবহতা দিন দিন বাড়ছে।

সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হলো বলে মঙ্গলবার (২৩ জুন) জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা দেন, ‘করোনার কারণে তারিখ বদলে ৩১ জুলাই করা হয়েছে। তবে স্কুল, কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কাজ চলবে’।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জুন ২৪, ২০২০
ভিএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।