ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ভারত

প্রবল শ্বাসকষ্ট নিয়ে আইসিসিইউতে বুদ্ধদেব ভট্টাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৯, সেপ্টেম্বর ৭, ২০১৯
প্রবল শ্বাসকষ্ট নিয়ে আইসিসিইউতে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। অত্যধিক শ্বাসকষ্ট থাকায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউতে) রাখা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ সাবেক এই মুখ্যমন্ত্রী। বাড়িতে সব সময়ই অক্সিজেন নিয়ে থাকতে হতো তাকে।

সন্ধ্যা থেকে শ্বাসকষ্ট বাড়তে শুরু করে। শ্বাসকষ্টের জেরে রক্তচাপ অত্যধিক নেমে যায়। পারিবারিক চিকিৎসক ফুয়াদ হালিম তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।  

এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সঙ্গে সঙ্গেই আইসিসিইউতে ভর্তি করানো হয়। বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি নেওয়ার পর গঠন করা হয়েছে আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদল।  

খবর পেয়ে হাসপাতালে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য়ের স্ত্রী মীরা দেবী এবং মেয়ে। এছাড়া রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও দলের কর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।