ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ভারত

শ্রীকান্ত মোহতা গ্রেফতারে কপালে চিন্তার ভাঁজ টলিউডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
শ্রীকান্ত মোহতা গ্রেফতারে কপালে চিন্তার ভাঁজ টলিউডে

কলকাতা: টলিউডের সবথেকে বড় প্রযোজনা সংস্থা শ্রীভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা গত ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) গ্রেফতার হওয়ার পর টালিগঞ্জে কলাকুশলী থেকে প্রযোজক মহলের কপালে চাপা চিন্তার ভাঁজ পড়ছে। এ ঘটনায় অনেকেই প্রতিক্রিয়া জানাতে নারাজ।

বিগত কয়েক বছর ধরেই টলিউডের অন্যতম বড় বাণিজ্যিক সিনেমা সংস্থা এসভিএফ। এছাড়া বলিউডের প্রথম সারির ছবির বিপণন থেকে শুরু করে পশ্চিমবঙ্গে সিনেমা হলের ব্যবসার ক্ষেত্রেও প্রতিযোগীদের অনেককেই পেছনে ফেলে দিয়েছে এ সংস্থা।

 

বর্তমানে সিনেমা হলে ছবি প্রদর্শনের ‘কিউব’ প্রযুক্তির সরবরাহ করে থাকে ভেঙ্কটেশ ফিল্মস। বাণিজ্যিক এবং অন্যধারার ছবির পাশাপাশি ছোটপর্দায় একচেটিয়া ধারাবাহিকের প্রযোজকও শ্রীভেঙ্কটেশ ফিল্মস।

শ্রীকান্ত মোহতা গ্রেফতারের পরই টলিউড কার্যত দুই ভাগে বিভক্ত। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের দাদাগিরির অভিযোগ আছে শ্রীভেঙ্কটেশ ফিল্মসের বিরুদ্ধে। প্রতিযোগিতায় নিজেদের এক নম্বর জায়গা ধরে রাখতে তারা নাকি ইন্ডাস্ট্রির প্রত্যেকের উপরে জোর খাটায়। তাই একদল মনে করছেন, শ্রীকান্তর এ গ্রেফতারিতে শ্রীভেঙ্কটেশ ফিল্মস শুধরে যাবে।  

অন্যদিকে বিরোধীপক্ষ মনে করছে শ্রীকান্ত গ্রেফতার মানে ভেঙ্কটেশ ফিল্মস থেমে যাওয়া। পরোক্ষভাবে ইন্ডাস্ট্রির কাজ থমকে যাবে। স্তব্ধ হয়ে যেতে পারে টলিউড। এসভিএফ’র প্রযোজনায় বেশকিছু সিনেমার কাজ এখনও চলছে। কিছু সিনেমার মুক্তি সামনে। গত ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘গুমনামি’র পোস্টার। অঞ্জন দত্তের ‘ফাইনালি ভালোবাসা’ মুক্তি পাওয়ার কথা আগামী ৮ ফেব্রুয়ারি। মুক্তির অপেক্ষায় রয়েছে দুর্গেশগড়ের ‘গুপ্তধন’। ১ ফেব্রুয়ারি অনিল কাপুর ও তার মেয়ে সোনম কাপুর অভিনীত ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ হিন্দি ছবির বিপণনের দায়িত্বে রয়েছে এসভিএফ।

এ মুহূর্তে ছোটপর্দা, জি বাংলার রাণু পেল লটারি ও কালারস বাংলার নিশির ডাক’র মতো জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজকও তারা। স্টার জলসার জয় কালী কলকাত্তাওয়ালি এবং সদ্য শুরু হওয়া গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে এর প্রযোজকও এ সংস্থা।  

এছাড়া আগামী মাসেই শুরু হবে অরিন্দম শীলের খেলা যখন -এর শুটিং। টলিউড এটা ভালো মতই জানে, এসভিএফ’র মেরুদণ্ড শ্রীকান্ত মোহতা। তাই শ্রীকান্তর অভাবে এ পাহাড় সমান কাজ বন্ধ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  

শেষপর্যন্ত এ গ্রেফতারের ফল কি দাঁড়ায়, তা দেখতে এখন মুখিয়ে আছে টলিউডের গোটা ইন্ডাস্ট্রি।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, জানুয়ারি, ২০১৯
ভিএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।