ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কর্মীর ভুলে জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন ১৬৬ যাত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
কর্মীর ভুলে জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন ১৬৬ যাত্রী ‘কেবিন প্রেসার সুইচ অন’ করতে ভুলে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েন জেট এয়ারওয়েজের ১৬৬ জন যাত্রী। ছবি: বাংলানিউজ

কলকাতা: প্লেন তখন মাঝ আকাশে। ঠিক তখনই ঘটলো বিপর্যয়। কর্মীর ভুলে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলো ভারতের জয়পুরগামী জেট এয়ারওয়েজের ১৬৬ জন যাত্রী। কর্মী ‘কেবিন প্রেসার সুইচ অন’ করতে ভুলে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েন যাত্রীরা। ভারতে সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী ওই কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টায় জেট এয়ারওয়েজের ৯ ডব্লু ৬৯৭ ফ্লাইট মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলো। প্লেন তখন উর্ধ গগনে।

কিছু সময়ের মধ্যে শ্বাসকষ্টের সমস্যায় পড়েন যাত্রীরা। প্লেনের ১৬৬ জন যাত্রীর মধ্যে ৩০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের নাক ও কান দিয়ে রক্তক্ষরণের পাশাপাশি মাথা যন্ত্রণাও শুরু হয়ে যায়। অক্সিজেন মাস্ক পরা সত্ত্বেও সমস্যা বাড়তেই থাকে। তখন পাইলট বুঝতে পারেন প্লেনের ভেতর এয়ার প্রেসার বা বায়ুর চাপ নিয়ন্ত্রণের সুইচটি অন করা হয়নি। এরপর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণের মধ্যে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে প্লেনটি। এরপর যাত্রীদের দ্রুত নামিয়ে নিয়ে এসে বিমানবন্দরেই তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। পাঁচজনকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ওই প্লেনেরই এক যাত্রী ঘটনাটির ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ভিডিওতে সব যাত্রীকেই মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যাচ্ছে। তারা সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।
 
যেখানে সামান্য ছোটখাটো ভুলের জন্য বড়সড় বিপদ ঘটতে পারে, সেখানে গুরুত্বপূর্ণ ওই সুইচটি অন করতে কেমন করে ভুলে গেলেন কেবিন ক্রু? তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্লেন বিশেষজ্ঞরা। প্লেন টেক অফ করার আগে কেবিন প্রেসার সুইচের বিষয়টি দেখে নিতে হয়। বিশেষজ্ঞদের মতে বিষয়টি যে সম্পূর্ণভাবেই গাফিলতির জন্য হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা, কেবিন ক্রু সুইচ অন করার কথা ভুলে গেলেও দুই পাইলট ক্রস চেকিং করতে ভুলে গেলেন কী করে? কারণ, টেক অফ মুহূর্তে ‘লাস্ট-মিনিট চেক’ বলে একটি গাইড লাইন থাকে। পাইলটদেরই তা চেক করে নিতে হয়। টেক অফের আগে পাইলটরা বিষয়টি লক্ষ্য করলে যাত্রীদের এমন বিপদের মুখে পড়তে হতো না।
 
‘কেবিন প্রেসার সুইচ’-এর কাজ প্লেন যখন মাঝ আকাশে থাকে তখন ভেতরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে। সাধারণত এসব রুটে প্লেন অন্তত ৩০ হাজার ফুট উপর দিয়ে যায়। টেক অফের পর দ্রুত প্লেনকে একটা বিশাল উচ্চতায় চলে যেতে হয়। এতো উপর দিয়ে প্লেন গেলেও যাত্রীরা সহজে অক্সিজেনের অভাব টের পান না। তবে প্লেনের ভেতর অক্সিজেনের অভাব তৈরি হলে যাত্রীরা শ্বাসকষ্ট থেকে শুরু করে বমি, মাথা যন্ত্রণার মতো সমস্যার সম্মুখীন হন। অক্সিজেনের অভাবে শরীরে রক্ত প্রবাহে বিঘ্ন ঘটে। শ্বাসকষ্ট, নাক, কান দিয়ে রক্ত বেরিয়ে আসা, এমনকি হৃদরোগেও আক্রান্ত হতে পারেন। এই ঘটনা বেশিক্ষণ চললে মৃত্যু পর্যন্ত হতে পারে।
 
তবে জেট এয়ারওয়েজের পক্ষ থেকে বিষয়টি লঘু করে দেখানো হয়েছে। বিমান সংস্থার এক মুখপাত্র বলেন, বোয়িং ৭৩৭ প্লেনটি নিরাপদেই অবতরণ করেছে। কয়েকজন যাত্রীর কান ও নাক দিয়ে রক্ত বের হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। যাত্রীদের জন্য বিকল্প প্লেনের ব্যবস্থাও করা হয়েছে।
 
অসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুরেশ প্রভু বিষয়টি নিয়ে তদন্ত ও বিমানবন্দরগুলোকে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
ভিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।