ঢাকা, শনিবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতায় ১৪ নবজাতকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
কলকাতায় ১৪ নবজাতকের মরদেহ রাজা রামমোহন রায় স্মরণীর এই জমিতেই পাওয়া যায় মরদেহগুলো, ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কলকাতায় একটি খোলা জমি পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিকের ব্যাগের ভেতরে ১৪টি নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে দেশটির পুলিশ।

রোববার (০২ সেপ্টেম্বর) কলকাতার হরিদেবপুর থানা এলাকার রাজা রামমোহন রায় স্মরণীর ঘাসমান জমিতে মরদেহগুলো পাওয়া যায়।

কলকাতা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আশপাশের কোথাও গর্ভপাত করে মরদেহগুলো এখানে ফেলে রাখা হয়েছে, এমনটি হতে পারে।

এছাড়া কয়েকটি মরদেহ পুরোপুরিভাবে পচে গেছে আবার কয়েকটি অর্ধেক পচা অবস্থায়।

তিনি আরও বলেন, আমরা এর কোনো রহস্য এখনও বের করতে পারিনি। তবে তথ্য উদঘাটনে বেরিয়ে পড়েছি।

এদিকে, কলকাতা সিটি মেয়র সোবান চ্যাটার্জী ও পুলিশ কমিশনার রাজিব কুমার ঘটনাস্থলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।