ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

সুস্থ আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
সুস্থ আছেন সন্ধ্যা মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় (ফাইল ছবি)

কলকাতা: ফেসবুকে গভীর শোকজ্ঞাপন! কেউ কেউ লিখেছেন, ‘তীরবেঁধা পাখি আর গাইবে না গান’ বা ‘চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়-আমরা শোকাহত’।

এমনই গুজব ছড়িয়েছে ফেসবুক জুড়ে। এই রটনাকে চক্রান্ত বলে ক্ষুব্ধ স্বয়ং সন্ধ্যা মুখোপাধ্যায় ও তার বাড়ির লোক।

 

লেক গার্ডেন্সের বাড়িতে ৮৫ বছরের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলানিউজকে বলেন, আমি ভালো আছি। কে বা কারা আর কেনইবা এরকম রটালো বুঝতে পারছি না। আমি ব্যাথিত।

চল্লিশ বছর ধরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করছেন স্বপন মুখোপাধ্যায়৷ তিনি বলেন, ‘খুবই বিশ্রী ঘটনা। সন্ধ্যাদি ভালো অছেন এবং সুস্থ অছেন। অথচ ওনাকে ঘিরে ফেসবুকে চলছে নানা রটনা৷ আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি এর পেছনে নিশ্চয় কোনো চক্রান্ত আছে। পুলিশকে আমরা সব জানিয়েছি৷ তারা তদন্তের আশ্বাস দিয়েছেন৷

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।