ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ভারত

বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ‘সাউথ সিটি’ শপিং মল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৪, জানুয়ারি ১৪, ২০১৭
বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ‘সাউথ সিটি’ শপিং মল! কলকাতার প্রধান শপিং মল ‘সাউথ সিটি’

কলকাতা: বন্ধ হয়ে যাচ্ছে ভারতের অন্যতম ও কলকাতার প্রধান শপিং মল ‘সাউথ সিটি’।  তবে একেবারে নয়, চার মাসের জন্য। তার পরেই আবারও নতুন রূপে ফিরে আসবে এই শপিং মলটি।

সাউথ সিটির নতুন রূপের জন্যে খরচ হবে ৫০ কোটি রুপি। তবে টানা চার মাস বন্ধ থাকায় ব্যবসায়িক ক্ষতি হবে প্রায় ৩শ’ ৫০ কোটি রুপি।

এছাড়া দোকানগুলোর সাজসজ্জা বাবদ প্রায় আরো ১০০ কোটি রুপি ক্ষতি হবে বলে জানা যায়।

সাউথ সিটি সাময়িক বন্ধ হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র যে ক্রেতারাই সমস্যায় পড়বেন তা নয়, অসুবিধায় পড়বেন যাদের প্রিয় আড্ডা দেওয়ার জায়গা তারাও। তবে বন্ধ হবার আগে ‘স্টক ক্লিয়ারেন্স সেল’-এ দেওয়া হবে বিরাট মূল্যছাড়।

প্রায় ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়ার আশা থাকছে। এই মূল্যছাড়ের সুযোগ নিতে কলকাতার ক্রেতাদের সঙ্গে প্রতিবেশি দেশের ক্রেতারাও শহরে ভিড় জমাতে পারেন বলেও অনুমান করছেন শপিং মলের বিক্রেতারা।

তবে কবে থেকে শপিং মলটি বন্ধ হবে আর কবে থেকেই বা মূল্যছাড় দেওয়া শুরু হবে সেই ব্যাপারে এখনও কোনো ঘোষণা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।