ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ভারত

দক্ষিণ জেলায় এ বছর ২৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, অক্টোবর ২৩, ২০১৬
দক্ষিণ জেলায় এ বছর ২৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলায় এ বছর মোট ২৬ হাজার ৭শ’ ৯ হেক্টর জমি ধান চাষের আওতায় আনা হয়েছে। এ বছর উচ্চ ফলনশীল ৩ হাজার ৩শ’ ৮৫ হেক্টর জমিতে এবং ৪ হাজার ৯শ’ ৮০ হেক্টর জমিতে শ্রী পদ্ধতিতে ধান চাষ করা হয়েছে।


 
চলতি অর্থবছরে জেলায় ২৭ হেক্টর জমিতে উন্নত প্রজাতির টি পি এস আলু চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেইসঙ্গে এ বছর ৩শ’ ইউনিট পেঁয়াজ ও ২শ’ ইউনিট রসুন চাষ করা হচ্ছে।

পাশাপাশি জেলায় ২শ’ ৫৭ ইউনিট ঘাস চাষ করা হয়েছে। তাছাড়া জেলার বিভিন্ন এলাকায় ২৪টি ব্রুডার হাউস নির্মাণ করা হবে। আর মোট ২শ’ ৫০ জন মাছ চাষিকে বিনামূল্যে ১ লাখ ৫০ হাজার রুপির চিংড়ির পোনা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।