ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ভারত

পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৮, মে ২২, ২০২৫
পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মমতার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: পশ্চিমবঙ্গে যাতে কোনো সন্ত্রাসী শেলটার না পায়, তার জন্য রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (২১ মে) জলপাইগুড়ি জেলায় প্রশাসনিক সভা থেকে প্রশাসনিক কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।

মুখ্যমন্ত্রী বলেন, আমি শুনেছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউবা অন্য জায়গা থেকে এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো সাবধান হোন। বাইরে থেকে কোনো সন্ত্রাসী যাতে এ রাজ্যে আশ্রয় নিতে না পারে। আপনারা নিজের এলাকায় সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি না হয়। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের সাথে চার-পাঁচটা দেশের সীমান্ত রয়েছে। তাই আপনাদের এলাকাগুলো বেশি স্পর্শকাতর। ফলে আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে।

মমতা বলেন, সীমান্তে বিএসএফ মোতায়েন থাকলেও রাজ্য পুলিশ প্রশাসনকেও নজরদারি বাড়াতে হবে।  পাশাপাশি ভুয়া, মিথ্যা ও প্ররোচনামূলক খবরের বিরুদ্ধে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমের একাংশ অনবরত ভুয়া এবং মিথ্যা খবরের মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছে। রাজস্থানের ছবি নিয়ে পশ্চিমবাংলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, আবার বাংলাদেশের ছবি দিয়ে বাংলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আজকাল এগুলো খুবই সেনসিটিভ হয়ে উঠেছে। এলাকার বিডিও, আইসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলবো, যখনই কোন মিথ্যা দেখবেন তখনই ব্যবস্থা নিন।

চিকেনস নেকের গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী বলেন, শিলিগুড়ি করিডোর অর্থাৎ ‘চিকেনস নেক’ উত্তরপূর্ব ভারতের গেটওয়ে। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা, এসব বিচার বিবেচনা করেই গত তিন দিন ধরে আমরা এখানে বৈঠক করেছি।

এ ছাড়া রাজ্যের মুখ্যসচিব ও সরকারি কর্মকর্তাদের নিয়ে বেশ কিছু জায়গা পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।