ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ভারত

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১০ স্বর্ণের বার উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, মে ১৭, ২০২৫
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১০ স্বর্ণের বার উদ্ধার

কলকাতা: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে এক দশমিক ১৬৭ কেজি পরিমাণের স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য এক কোটি ১১ লাখ রুপি।

সব মিলিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্তের বিএসএফের ১৪৩তম ব্যাটালিয়নের সদস্যরা।  

বিএসএফ জানিয়েছে, এসব স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়েছিল। এ ঘটনায় দুই ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে।

একইভাবে ওই জেলার ১৪৩ তম ব্যাটালিয়ন ও নদিয়া জেলার ৩২তম ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মোট ৪১ কেজি গাঁজা জব্দ করেছে। এসব মাদক ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় জব্দ করে বিএসএফ।

শনিবার (১৭ মে) এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, শুক্রবার (১৬ মে) ওই জেলার হাকিমপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত সদস্যরা, উত্তরপাড়া গ্রামের কাছে দুজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। উভয়কে থামিয়ে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানো হয়। তল্লাশি চলার সময় তাদের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার হয়। ঘটনাস্থলেই চোরাকারবারীদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উভয় চোরাকারবারী স্বীকার করে যে, তারা হাকিমপুরের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। সেসব স্বর্ণ ওই গ্রামের অন্য একজন বাসিন্দার কাছে হস্তান্তর করার কথা ছিল, যার জন্য তাদের মাথাপিছু দুই হাজার ৮শ রুপি পেতেন। তবে তার আগেই বিএসএফ সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয়।

একইদিনে নদিয়া জেলার ৩২তম ব্যাটালিয়ন এবং উত্তর ২৪ পরগনা জেলার ১৪৩তম ব্যাটালিয়নের দায়িত্বরত সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মোট ৪১ কেজি গাঁজা জব্দ করেছেন। ভারত থেকে বাংলাদেশে চোরাচালান করার সময় সেসব জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও গাঁজা সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।