ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতে গ্রেপ্তার

কলকাতা: ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে আত্মগোপনে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ভারতে অবৈধ অনুপ্রেবেশের অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর পশ্চিমবঙ্গের মালদহ জেলার মহাদিপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাকে গ্রেপ্তার করে। ওই দিন দুপুরে হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়া সীমান্ত চৌকির অন্তর্বর্তী একটি অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের প্রচেষ্টার সময় বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা তাকে আটক করেন।

যদিও বিএসএফের উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালানোর চেষ্টা করেন। কিন্তু তাতে সফল হননি। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে এবং খারাপ আচরণের জন্য বিএসএফের সদস্যদের হাতে মারধরও খেতে হয় তাকে।

পরবর্তীতে জেলার হবিবপুর পুলিশ থানায় হস্তান্তর করা হয় ফয়সালকে। পরদিন ৩ নভেম্বর তাকে স্থানীয় আদালতে তোলা হলে দুই দফায় পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত।

নিজেদের হেফাজতে নিয়ে ফয়সালকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গত ৫ আগস্ট হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পরই তিনি দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। পরে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসেন।

মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গ্রেপ্তার ফয়সলকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফয়সালের বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা এলাকায়। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে রাজশাহী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন ফয়সাল।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।