ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫২, ডিসেম্বর ১৭, ২০১৭
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবসের কর্মসূচি।

ঢাকা: যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে উদযাপিত হলো মহান বিজয় দিবস। বিজয়ের প্রথম প্রহরে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন।

১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত কনস্যুলেট ভবন আলোক সজ্জায় সজ্জিত রাখা হয়। দ্বিতীয় প্রহরে কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এছাড়া বিজয় উদযাপনে চিকিৎসা সেবা, মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৫২ থেকে ৭১: চেতনায় বাংলাদেশ শীর্ষক লেজার শো প্রদর্শন ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। সর্বস্তরের বাংলাদেশিরা উপস্থিত থেকে বিজয়ের আনন্দ উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ