ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে ঢাকার প্রবাসীদের দোয়া ও ইফতার মাহফিল

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জুন ২৬, ২০১৬
রিয়াদে ঢাকার প্রবাসীদের দোয়া ও ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের বিয়াদে ঢাকা প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) স্থানীয় প্যারাডাইস রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন আশরাফ আকন্দ। বিশিষ্ট সাহিত্যিক ফিরোজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন, রিয়াদ বাংলা স্কুলের চেয়ারম্যান ডাক্তার জাকিউল হাসান, ভাইস চেয়ারম্যান শামীম আবেদীন, ইংলিশ স্কুলের চেয়ারম্যান আব্দুল বাসার মোহাম্মদ নুরুজ্জামান, রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ ফারুক, ঢাকা সমিতির আব্দুস সাত্তার, ফজলুর রহমান, সামসুল আলম, নেছার উদ্দিন আকন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী সাদ।

এতে আরও উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন ফিরোজ, বরিশাল সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, আওয়ামী পরিষদের সহ-সভাপতি সম্পাদক গাজী সাঈদ, রিয়াদ যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতির সভাপতি কাপতান হোসেন, রিয়াদ প্রবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান চৌধুরী, বিমানের অপারেশন ম্যানেজার হানিফ চৌধুরী, ব্যাংক কর্মকর্তা আব্দুস সোবহানী বাপ্পি, আইটি বিশেষজ্ঞ রুপু দেওয়ান, ডাক্তার আব্দুস সালাম, স্যাডোর উপদেষ্টা বিপ্লব দেওয়ান।

অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন রিয়াদের পুরাতন সানাইয়া ইসলামিক সেন্টারের মোহাম্মদ আব্দুল হাই।

এছাড়াও রিয়াদের বিভিন্ন রাজনৈতিতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ