ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

জেদ্দা প্রবাসী শ্রমিকদলের আলোচনা সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ৯, ২০১৬
জেদ্দা প্রবাসী শ্রমিকদলের আলোচনা সভা

রিয়াদ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জেদ্দায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি পশ্চিমাঞ্চল শ্রমিক দলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে জেদ্দার আজিজিয়া কাবাবিশ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-  তাবুক প্রাদেশিক বিএনপি’র সভাপতি আব্দুল জলিল মৃধা, সৌদিআরব পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি মোজাম্মেল হক, আব্দুল মান্নান, মো. সাহাজান, বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সৃষ্টি হয়েছে এই শ্রমিক দিবস। শ্রমিকদের শ্রমের ন্যায্য মূল্য এখনো যেমন যর্থাথ আদায় হয় না, তেমনি দেশ স্বাধীন হলেও দেশের স্বাধীনতার স্বাদ সাধারণ মানুষ এখনো পাচ্ছে না।

সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জসীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র আহ্বায়ক আহমেদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান।

বিশেষ অতিথি ছিলেন- সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান, জেদ্দা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সদস্য কেফায়েত উল্লাহ কিসমত, সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান তপন, আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, জেদ্দা প্রাদেশিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেদ্দা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মে ০৯, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ