ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

বিদেশিদের গ্রিনকার্ড দেওয়ার কথা ভাবছে সৌদি আরব

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
বিদেশিদের গ্রিনকার্ড দেওয়ার কথা ভাবছে সৌদি আরব মোহাম্মদ বিন সালমান

রিয়াদ: ২০২০ সালের মধ্যে সৌদি আরব ১০০ বিলিয়ন ডলার অর্জন করার লক্ষ্যে আমেরিকান গ্রিনকার্ডের মতো বিদেশিদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক ও ডেটাসেবা প্রদানকারী ও মিডিয়া কোম্পানি ব্লুমবার্গের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান, সৌদি যুবরাজ উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

নতুন প্রজন্মের এই তরুণ রাষ্ট্র নেতার নয়া দৃষ্টিভঙ্গি সৌদি আরবের নীতিতে চমকদার পরিবর্তন আনছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার এই ঘোষণা প্রবাসীদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠবে। সবাই আগ্রহে অপেক্ষা করছেন নীতিমালার বিস্তারিত জানার জন্য।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ