ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

সামাজিক সংস্থাকে অ্যাম্বুলেন্স দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
সামাজিক সংস্থাকে অ্যাম্বুলেন্স দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী 

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স দিলেন।  

রোববার (২৩ অক্টোবর) এক অনুষ্ঠান রাজধানী আগরতলার শান্তিপাড়া এলাকার ক্লাব ঐক্যতান যুব সংস্থাকে অ্যাম্বুলেন্স দেন তিনি।

 

ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত ক্লাব পরিচালন কমিটির সদস্যসহ অন্যান্যরা।  

ক্লাবের কর্মকর্তাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে অন্যতম ব্যস্ত রাজধানী আগরতলা এবং আগরতলার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জায়গা শান্তিপাড়া। এই ক্লাবে অ্যাম্বুলেন্সের মতো একটি জরুরি পরিষেবা থাকবে না তা হতে পারে না। তাই তিনি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রথম জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অ্যাম্বুলেন্স দিয়েছেন।  

শুধুমাত্র এলাকার মানুষেরই নয়, এই অ্যাম্বুলেন্স যেকোনো জায়গার মানুষের প্রয়োজনে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।  

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তবে বর্তমান সরকার এক এক করে ধীরে ধীরে সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে। রাজ্যের প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে প্রধান রেফারেল হাসপাতালের পরিষেবা উন্নত করা হচ্ছে দিন দিন। শুধুমাত্র স্বাস্থ্যপরিসেবা এই নয় সবটি ক্ষেত্রেই উন্নত করা হচ্ছে।  

আগামী দিনেও তিনি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আরও অনেক সেবামূলক কাজ করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।