ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, মে ১২, ২০২২
ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু 

আগরতলা (ত্রিপুরা): দিন-দুপুরে বন্য হাতির আক্রমণে আবারো ভারতের ত্রিপুরায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বিশুরাই দেববর্মা (৪২)।

 

বৃহস্পতিবার (১২মে) রাজ্যের খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন চাম্পা হাওর থানার অন্তর্গত প্রমোদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে প্রমোদনগরের লোকালয়ে একটি বন্যহাতি নেমে আসে ও রাবার বাগানে কর্মরত বিশুরাই দেববর্মার উপর চড়াও হয়। হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাম্পাহাওর থানার পুলিশ।  

এদিকে এলাকাবাসীর বক্তব্য, খাদ্যের সন্ধানে প্রায় সময় এই সব এলাকায় বন্য হাতি নেমে আসে। বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের ঘরবাড়ি ও জমির ফসল। এমনকি হাতির আক্রমণে মানুষের প্রাণহানিও ঘটছে।

ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ পেতে বনদপ্তরের কাছে বারবার এলাকাবাসীর তরফ থেকে অনুরোধ করা হলেও বনদপ্তর কোনো ভূমিকা পালন করছে না। ফলে এইভাবে মানুষের প্রাণহানি ঘটছে।  

বৃহস্পতিবারের ঘটনায়ও সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২০৪৪ঘণ্টা, ১২মে, ২০২২
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।