ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

সিপিআইএম নেতা খুনের অভিযোগে আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
সিপিআইএম নেতা খুনের অভিযোগে আগরতলায় বিক্ষোভ .

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনীয়ার রাজনগর এলাকার সিপিআইএম দলের নেতা বেনু বিশ্বাসের রহস্যজনক মৃত্যুতে বিক্ষোভ মিছিল করেছে দলের পশ্চিম জেলা কমিটি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আগরতলায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

বিরোধী সিপিআইএম দলের কর্মীদের অভিযোগ, তাদের এই নেতাকে খুন করেছে ক্ষমতাসীন বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা।

দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস অভিযোগ করে বলেন, বামফ্রন্ট নেতা বেনু বিশ্বাস স্থানীয় বাজারে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা সঙ্ঘবদ্ধ হয়ে আক্রমণ করে তাকে খুন করে।

তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্যে গত চার বছরে সভ্যতা এবং মানবতাবিরোধী বর্বর আক্রমণ চলছে। রাজ্যে গণতন্ত্র নেই, মানুষের বাঁচার অধিকার বিপন্ন। এখানে সংবিধান অচল, আইনের শাসন নেই।  রাজ্যে নৈরাজ্যের শাসন প্রতিষ্ঠা করেছে বিপ্লব দেবের সরকার।

রতন দাস বলেন, গত চার বছরে রাজ্যে ২৪ জন সিপিআইএম নেতা খুন হয়েছেন। এসব খুনের সঙ্গে জড়িত একজন অপরাধীরও শাস্তি হয়নি। রাজ্যে বর্বরোচিত যুগ চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।