ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

জাওয়াদের প্রভাবে ত্রিপুরায় বৃষ্টিপাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
জাওয়াদের প্রভাবে ত্রিপুরায় বৃষ্টিপাত

আগরতলা (ত্রিপুরা): ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব সরাসরি ত্রিপুরা রাজ্যে না পড়লেও এর জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে।  

শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫মিনিট থেকে হালকা বৃষ্টি শুরু হয়।

 সকাল থেকেই আগরতলাসহ রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন।  

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন রাজ্যের তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শনিবার (৪ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার (৮ ডিসেম্বর) থেকে শুক্রবার (১০ ডিসেম্বর) পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে।

অসময়ে বৃষ্টির সম্ভাবনা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন রাজ্যের চাষিরা। শীতকাল সবজি চাষের মৌসুম। এ সময় বেশি বৃষ্টি হলে জমিতে পানি জমে তা পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।