ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় উদযাপিত মহাত্মা গান্ধীর জন্ম তিথি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
আগরতলায় উদযাপিত মহাত্মা গান্ধীর জন্ম তিথি

আগরতলা, (ত্রিপুরা): প্রতিবছরের মত এবারও শনিবার (২ অক্টোবর) সারা দেশজুড়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন উদযাপিত হচ্ছে।

ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উদযাপিত হলো মহাত্মা গান্ধীর জন্মদিন।



এদিন দলের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে বের হন এবং মিছিলটি রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে এসে শেষ হয়।  

সবশেষে মহাত্মা গান্ধীর সামনে ফুল দিয়ে উপস্থিত সবাই শ্রদ্ধা নিবেদন করেন।  

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূল সাংসদ ড. শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের যুবনেতা বাপ্টু চক্রবর্তীসহ অন্যান্যরা।

বাপ্টু চক্রবর্তী বলেন, মহাত্মা গান্ধী ছিলেন অহিংসার পূজারী। অহিংস আন্দোলনের মাধ্যমে তিনি স্বাধীনতা সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। তার এই অহিংস আদর্শ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সেসঙ্গে তার জীবন দর্শন গন্ধিয়ান ফিলোসফি হিসেবে দেশে এবং বিদেশে পরিচিত।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।