ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় মাদকদ্রব্যসহ নারী বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
আগরতলায় মাদকদ্রব্যসহ নারী বিক্রেতা আটক

আগরতলা (ত্রিপুরা): মাদকবিরোধী অভিযানে আগরতলার পশ্চিম চম্পামুড়া এলাকা থেকে মাদকদ্রব্য, নগদ রুপিসহ ঊমা মালাকার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) রাতে ওই এলাকায় একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আগরতলা সদর উপজেলা পুলিশ কর্মকর্তা রমেশ যাদব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পশ্চিম চম্পামুড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ঊমা মালাকাকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে জব্দ করা হয় ১২০ গ্রাম ব্রাউনসুগার, ২০০টি ব্রাউনসুগার ভর্তি কৌটা, ২ হাজার খালি কৌটা, নগদ ১ লাখ ৮৪ হাজার রুপি।  

গত ২০ মার্চ নাহিদ মিঞা নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ও নগদ রুপিসহ ঊমা মালাকারকে আটক করা সম্ভব হয় আর জব্দ সামগ্রীগুলো পূর্ব আগরতলা থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান রমেশ যাদব। ।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।