ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

২০ লাখ রুপির মাদকসহ ১৫ জন আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
২০ লাখ রুপির মাদকসহ ১৫ জন আটক  আটকরা ও মাদকদ্রব্য।

আগরতলা (ত্রিপুরা): মাদকবিরোধী অভিযানে নেমে আবারো বড়োসড়ো সাফল্য পেলো ত্রিপুরা পুলিশ। বুধবার (১৭ মার্চ) দিবাগত রাতে পশ্চিম আগরতলা থানা ও রামনগর ফাঁড়ির পুলিশ যৌথভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

দীর্ঘ সময় ধরে চালানো এ অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ ১৫ জন মাদক কারবারী ও ক্রেতাকে আটক করেছে পুলিশ।

 জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে হেরোইন, ইয়াবা, নেশার ট্যাবলেট, মোবাইল এবং নগদ ৯ হাজার রুপি। সেই সঙ্গে ১০টি মোবাইল পোন, একটি গাড়ি, দুইটি মোটরসাইকেল জব্দ হয়েছে। এগুলো মাদক ব্যবসার কাজে ব্যবহার করত তারা। সব মিলিয়ে এ দিন জব্দকৃত সামগ্রীর বাজার মূল্য প্রায় কুড়ি লাখ রুপি বলে জানিয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদিশ রেড্ডি।  

পাশাপাশি এদিন বটতলা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার লিটার মদ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসসিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।