ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

করোনাকালে লাখেরও বেশি পরিবারকে সহায়তা করেছে সিপিআই(এম)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
করোনাকালে লাখেরও বেশি পরিবারকে সহায়তা করেছে সিপিআই(এম)

আগরতলা (ত্রিপুরা): করোনা ভাইরাসের প্রকোপের কারণে সারা ভারতজুড়ে লকডাউন দেওয়া হয়। এর জেরে চরম সমস্যায় পড়েছেন দরিদ্ররা। আর এমন ১ লাখ ৩ হাজার পরিবারকে সহায়তা করেছে সিপিআই (এম)।

রোববার (১২ জুলাই) বিকেলে আগরতলার মেলারমাঠ এলাকার সিপিআই(এম) দলের ত্রিপুরা রাজ্য কমাটির সম্পাদক গৌতম দাস সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, শাসক দলের রক্তচক্ষু ও প্রতিরোধ উপেক্ষা করে সিপিআই(এম) দলের পক্ষ থেকে প্রায় ১ লাখ ৩ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।

এর জন্য খরচ হয়েছে প্রায় ২ কোটি ২৮ লাখ রুপি। এসব ত্রাণের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ।

সংবাদ সম্মেলনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সিপিআই(এম) আন্দোলন জারি রাখার কথা জানান গৌতম দাস।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।