ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মাদকসহ মন্ত্রীর দেহরক্ষী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৪, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ত্রিপুরায় মাদকসহ মন্ত্রীর দেহরক্ষী গ্রেপ্তার

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী সান্তনা চাকমার দেহরক্ষী দিলীপ চাকমাকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কাঞ্চনপুরের মহাকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) বিক্রম জিৎ শুক্লদাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর বন দফতরের সেন্ট্রাল নার্সারি থেকে দিলীপসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা হলো, পুলিশ কনস্টেবল নরোত্তম চাকমা এবং ত্রিপুরা স্টেট রাইফেল’স সঞ্জীব চাকমা।

এসডিপিও জানান, তাদের কাছ থেকে হেরোইন ভর্তি ১৪৮টি প্লাস্টিকের কন্টেনার এবং একটি প্যাকেট জব্দ হয়েছে। আনুমানিক দামৎ প্রায় দশ লাখ রুপি।  

এদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময় ০৩০৩ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০।
এসসিএন/এসই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।