ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় ত্রিপুরা ও বাংলাদেশের জেলাস্তরের কর্মকর্তাদের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
আগরতলায় ত্রিপুরা ও বাংলাদেশের জেলাস্তরের কর্মকর্তাদের বৈঠক আগরতলায় ত্রিপুরা ও ত্রিপুরার সীমান্তের বাংলাদেশের জেলা প্রশাসকদের মধ্যে বৈঠক। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় শুরু হয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে জেলা শাসক পর্যায়ের বৈঠক।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আগরতলার খেজুর বাগান এলাকার রাজ্য অতিথিশালার সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ত্রিপুরার আট জেলার জেলা শাসক, জেলা পুলিশ কর্মকর্তা ও অন্য কর্মকর্তারা ছাড়া ত্রিপুরা সীমান্তের বাংলাদেশের জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা ও জেলা পর্যায়ের অন্য কর্মকর্তারা উপস্থিত আছেন।

পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সন্দ্বীপ এন মহাত্মা বৈঠক শুরুর আগে বাংলানিউজকে বৈঠকের বিষয়ে জানান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানোর কথা তিনি জানান।

অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার রোধসহ ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সীমান্তের দু’পাশের জেলা শাসকদের মধ্যে সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০২০
এসসিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।