ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় পুড়লো সিপিআই-এম কার্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় পুড়লো সিপিআই-এম কার্যালয়

আগরতলা(ত্রিপুরা): রাতের আঁধারে দুষ্কৃতিকারীর আগুনে পুড়ে গেলো ধ্বলেশ্বর এলাকার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই-এম) দলের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির কার্যালয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাত একটা নাগাদ আগুন জ্বলতে দেখে অগ্নিনির্বাপক দফতরে খবর দেন এলাকাবাসী। পরে দমকলের একটি গাড়ি এসে আগুন নেভায়।

ঘটনার খবর পেয়ে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখতে যান সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা মানিক সরকার।

পুড়ে যাওয়া কার্যালয় ঘুরে দেখে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকাতেও এ ঘটলো। যা বোঝার বুঝে নিন। এই বিষয়ে আর কিছু বলবো না।

এদিন বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠনের গুলির ডাকা আট ঘণ্টার হরতাল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মানিক সরকার বলেন, ত্রিপুরা রাজ্যে  সর্বাত্মক হরতাল পালন করা হচ্ছে।

এসময় দলের অন্য নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।  

ধ্বলেশ্বর এলাকাটি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিধানসভা এলাকা বনমালীপুরের মধ্যে অবস্থিত।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসসিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad