ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় আড়াই কেজি সোনাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ত্রিপুরায় আড়াই কেজি সোনাসহ আটক ১ আগরতলায় দুই কেজি ৬৭ গ্রাম সোনার বারসহ আটক পাচারকারী। ছবি: বাংলানিউজ

আগরতলা(ত্রিপুরা): বাংলাদেশ থেকে ত্রিপুরাতে সোনার বার পাচারকালে এক পাচারকারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সীমান্তের দক্ষিণ জয়পুর এলাকা থেকে সোনার বারসহ এ পাচারকারীকে আটক করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর মিঞা।

বিএসএফ'র ত্রিপুরা ফ্রন্টিয়ার্স আইজি এ কে যাদব সংবাদ মাধ্যমকে জানান, এদিন ১২০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের গেটে দায়িত্ব পালনের সময় সোনার বাটসহ জাহাঙ্গীর মিঞাকে আটক করে।  

তিনি আরও জানান, সীমান্তের গেটের বাইরে কাজ করবে বলে কাঁটাতারের বেড়ার বাইরে গিয়ে ছিলেন জাহাঙ্গীর। ফিরে আসার সময় জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করলে তার কাছ থেকে মোট ১৬টি বাট জব্দ করা হয়। যেগুলোর সর্বমোট ওজন দুই কেজি ৬৭ গ্রাম। এ সোনার বাজার মূল্য ৯৫ লাখ ৯৩ হাজার ২০০ ভারতীয় রুপি।  

সোনার বাটের পাশাপাশি তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি দামি ঘড়ি জব্দ করা হয়েছে বলেও জানান আইজি এ কে যাদব।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসসিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।