ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ৫০ লাখ রুপির ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ত্রিপুরায় ৫০ লাখ রুপির ইয়াবাসহ মাদক কারবারি আটক

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় ৫০ লাখ রুপির ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) উত্তর জেলার ধর্মনগর রেল স্টেশন থেকে মাদকসহ ওই কারবারিকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম টিঙ্কু মজুমদার।

সে আগরতলার চন্দ্রপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানান, মঙ্গলবার রাতে আসামের শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে মাদক আনা হচ্ছে এমন আগাম তথ্য ছিল। ওই কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্মনগর নেমে যায়। পরে আবার আগরতলা যাওয়ার পথে ধর্মনগর রেল স্টেশন থেকেই পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৫০ লাখ রুপি। দুদিন আগেও ৮ হাজার পিস ইয়াবাসহ এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।