ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

হায়দ্রাবাদের ৪ ধর্ষকের শাস্তি দাবিতে আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
হায়দ্রাবাদের ৪ ধর্ষকের শাস্তি দাবিতে আগরতলায় বিক্ষোভ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে এক নারী পশু চিকিৎসককে বর্বরোচিতভাবে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার ঘটনার নিন্দায় বিক্ষোভ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের মূল গেটের সামনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য সদস্যরা মুখে কাপড় বেঁধে ও নির্যাতিতা চিকিৎসকের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা এই ঘটনায় জড়িত চারজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাশাপাশি অতি দ্রুত অপরাধীদের শাস্তি কার্যকর করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

এদিকে, ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার মতো এমন বর্বরোচিত ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে গোটা ভারতজুড়ে। বুদ্ধিজীবী মহল থেকে দাবি উঠেছে, এই ধর্ষকদের হয়ে যেন কোনো আইনজীবী আদালতে মামলা না লড়েন। আবার কেউ কেউ দাবি করছেন, ধর্ষক ও খুনিদের চূড়ান্ত শাস্তি যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসসিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।