ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির শপথ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি আখিল আব্দুল হামিদ কুরেশি।

শনিবার (১৬ নভেম্বর) রাজ্যের রাজধানী আগরতলার কুঞ্জবনে অবস্থিত পুরান রাজভবনের দরবার হলে তিনি শপথ নেন। তাকে শপথবাক্য পাঠ করান ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল রমেশ বৈষ্য।

 

এসময় উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্ব ও মৎস্য দফরের মন্ত্রী এন সি দেববর্মা, পর্যটন দফতরের মন্ত্রী রতন লাল নাথ, সংসদ সদস্য প্রতিমা ভৌমিক ও ঝর্ণা দাসবৈদ্য, আগরতলা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র এবং অরিন্দম লোধ বিধায়কসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিচারপতি আখিল আব্দুল হামিদ কুরেশি ত্রিপুরা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি সঞ্জয় কারুলের স্থলাভিষিক্ত হলেন। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে নবনিযুক্ত প্রধান বিচারপতির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর, ২০১৯
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।