ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে আগরতলায় র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে আগরতলায় র‍্যালি

আগরতলা (ত্রিপুরা): ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলায় বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর উমাকান্ত একাডেমি মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।

‘মন মে বাপু’ শীর্ষক এ র‌্যালিটি সূচনা করেন ত্রিপুরা রাজ্যের শিক্ষা এবং আইন দফতরের মন্ত্রী রতন লাল নাথ। এছাড়া এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের পশ্চাৎপদ জাতি উন্নয়ন নিগাম লিমিটেডের চেয়ারম্যান তাপস মজুমদার।  

সাদা পায়রা উড়িয়ে এবং সবুজ পতাকা নেড়ে মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা এ র‌্যালির সূচনা করেন। এসময় বাইসাইকেল চালিয়ে মন্ত্রীও র‌্যালিতে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।