ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় ৫০ হাজার রুপির নিষিদ্ধ বাজি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আগরতলায় ৫০ হাজার রুপির নিষিদ্ধ বাজি জব্দ জব্দ হওয়া বাজি। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগরতলা অন্যতম বড় মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৫০ হাজার রুপির নিষিদ্ধ বাজি জব্দ করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) ওই বাজারের বিভিন্ন দোকান থেকে বেশ কিছু পরিমাণ নিষিদ্ধ বাজি জব্দ হয়। যা চকলেট বাজি নামে পরিচিত।

পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রসাদ রায় জানান, এ দিনের অভিযানে প্রায় পঞ্চাশ হাজার রুপির নিষিদ্ধ শব্দ বাজি জব্দ হয়েছে। দেওয়ালী উপলক্ষে আগামীদিনেও নিষিদ্ধ বাজি বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পক্ষ থেকে প্রতিবছর বাজি বিক্রি ও ব্যবহার না করার জন্য নির্দেশনা জারি করা হয়। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে লুকিয়ে-চুরিয়ে বাজি বিক্রি করে।

এদিন জব্দ করা বাজিগুলো পশ্চিম আগরতলা থানায় নিয়ে এসে পানি ঢেলে নষ্ট করা। হয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।