ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ২৭ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ২৭ জুলাই ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যায় মহাকরণের প্রেস কর্ণারে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার জি কে রাও।

২৭ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, মনোনয়পত্র জমা দেওয়া শুরু হবে ১ জুলাই থেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুলাই (সোমবার), মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ জুলাই (বৃহস্পতিবার)।

ভোট গ্রহণ করা হবে ২৭ জুলাই (শনিবার) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।  

৩১ জুলাই (বুধবার) সকাল ৮টা থেকে গণনা শুরু হবে। ৫ আগস্টের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও জানান জি কে রাও।  
তিনি আরো জানান, মোট ৫৯১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ৮টি জিলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  

জিলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১২,০৩,০৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,১৬,৮৯৩ জন ও নারী ভোটার ৫,৮৬,১৭৬ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সব মিলিয়ে পুলিং স্টেশন থাকবে ২,৬২৩টি। ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।  
 
সংবাদ সম্মেলনে ত্রিপুরা পুলিশের আইন-শৃঙ্খলা শাখার আইজি পুনিত রস্তুগী উপস্থিত ছিলেন।  

তিনি জানান, ভোট শান্তিপূর্ণ ও অবাদ করার জন্য সবধরনের নিরাপত্তা গ্রহণ করবে ত্রিপুরা পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসসিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad