bangla news

আনারসের পর ত্রিপুরা থেকে রফতানি হচ্ছে লেবু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-০৪ ১১:৩৩:২১ এএম
হিমায়িত ট্রাকে লেবুগুলো দিল্লিতে পাঠানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

হিমায়িত ট্রাকে লেবুগুলো দিল্লিতে পাঠানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আনারসের পাশাপাশি এবার ত্রিপুরা রাজ্য থেকে প্রথমবারের মতো রফতানি করা হচ্ছে লেবু।

সোমবার (৩ জুন) রাজ্যে ধলাই জেলার বিলাসছড়া এলাকার লেবুচাষিদের বাগান থেকে লেবু রফতানি করা হয়েছে।

ত্রিপুরা সরকারের কৃষি দফতরের উদ্যান বিভাগের সহ অধিকর্তা ড. দীপক বৈদ্য বাংলানিউজকে জানান, সোমবার মোট ১৫ মেট্রিক টন লেবু রফতানি করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ লাখ ৫০ হাজার লেবু রয়েছে। প্রতিটি লেবু পিছু চাষিরা বাগানে ৭০ য়সা করে পেয়েছেন।

ড. দীপক বৈদ্য আরও জানান, এই লেবুগুলো খুব রসালো হয়। ভারতের জাতীয় রাজধানী দিল্লির একটি লেবু পানীয় তৈরির প্রতিষ্ঠান লেবুগুলো কিনে নিয়েছে। সড়ক পথে হিমায়িত ট্রাকে করে লেবুগুলো দিল্লিতে পাঠানো হয়েছে। রাজ্য থেকে লেবু রফতানি হওয়ায় চাষিরা খুব খুশি। কারণ প্রতিবছর রাজ্যের লেবু চাষিদের উৎপাদিত লেবুর একটা বড় অংশ বাগানেই পচে নষ্ট হতো। রাজ্যের চাহিদার তুলনায় বেশি লেবু উৎপাদিত হওয়ার কারণে।

বিশেষ করে ধলাই ও খোয়াই জেলার বিভিন্ন এলাকায় লেবু উৎপাদিত হয়। আগামীদিনে আরও লেবু রফতানির পরিকল্পনা রয়েছে বলেও জানান ড. দীপক বৈদ্য।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
এসসিএন/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   আগরতলা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-04 11:33:21