bangla news

আগরতলায় মদসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-১৯ ৫:১৪:০৪ পিএম
জব্দ হওয়া মাদকদ্রব্য। ছবি: বাংলানিউজ

জব্দ হওয়া মাদকদ্রব্য। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় মদসহ ছয়জনকে আটক করেছে পুলশি।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে মদসহ তাদের আটক করা হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক দেবনাথ।

তিনি জানান, দুপুরে একটি পুলিশের গাড়ি আগরতলার মহারাজগঞ্জ বাজার এলাকায় টহলরত দিচ্ছিলো। এ সময় পণ্যবোঝাই দুইটি অটোরিশাকে সন্দেহ হলে গাড়ি দুইটিকে আটক করে পূর্ব আগরতলা থানায় এনে তল্লাশি চালায়। পরে গাড়িগুলো থেকে ১৬ কার্টনভর্তি মোট ২৭৬ বোতল মদ এবং বিয়ার পাওয়া যায়। এ ঘটনায় চালকসহ ছয়জন আটক ও অটো দু’টি জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে দু’জন অটোচালক এবং বাকি চারজন মাদকবিক্রেতা।

আটকদের সঙ্গে আরো কারা জড়িত তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এসসিএন/একে/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   আগরতলা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-04-19 17:14:04