bangla news

লোকসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরায় আসছেন রাহুল গান্ধী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-১৭ ১১:৫৭:২২ এএম
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

আগরতলা (ত্রিপুরা): আসন্ন ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের প্রচারনায় ত্রিপুরায় আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। 

রোববার (১৭ মার্চ) ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ বাংলানিউজকে জানান ১৭ তম লোকসভা নির্বাচনের প্রচারনায় আগামী বুধবার (২০ মার্চ)  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ত্রিপুরায় আসবেন। তিনি ত্রিপুরার পশ্চিম জেলার খুমলুং স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখবেন। রাহুল গান্ধীর ত্রিপুরা সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জনসভার প্রস্তুতি শুরু হয়েছে। এ জনসভায় রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেবেন।

ওই জনসভায় অন্যান্য দলের বেশকয়েকজন নেতা কংগ্রেস দলে যোগ দেবেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসসিএন/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-03-17 11:57:22