ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

বাংলাদেশে পাচারের জন্য রাখা ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
বাংলাদেশে পাচারের জন্য রাখা ফেনসিডিল জব্দ ত্রিপুরায় ফেনসিডিল জব্দ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশে পাচারের জন্য মজুদ করে রাখা নিষিদ্ধ ঘোষিত ৬০০ বোতল পরিমাণ কফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করেছে ত্রিপুরার পুলিশ। 

বৃহস্পতিবার (০৭ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ রাজ্যের রাজধানী আগরতলার এডি নগর থানার সিপার্ড এলাকার জওহর মিঞার বাড়ি থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।  

বাংলাদেশে পাচারের জন্য এসব মাদক সেখানে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।

 

এদিকে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আমতলীর মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অজয় কুমার দাস। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এ অভিযান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

এসডিপিও অজয় কুমার দাস জানান, বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট ৬০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসব মাদকের বাজার মূল্য প্রায় ৭২ হাজার রুপি।  

তিনি বলেন, এসব ফেনসিডিল বাংলাদেশে পাচারের জন্য জওহরের বাড়িতে রাখা হয়েছিল। অভিযানের সময় তিনি পালিয়ে যান। তবে তাকে আটকের চেষ্টা চলছে।  

তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।