ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ভারতের প্রজাতন্ত্র দিবসে বিজিবিকে বিএসএফের মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ভারতের প্রজাতন্ত্র দিবসে বিজিবিকে বিএসএফের মিষ্টি বিতরণ

আগরতলা (ত্রিপুরা): ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাশাপাশি বিএসএফকেও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

শনিবার (২৬ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ঘেঁষা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের চেকপোস্টের বিজিবি সদস্যদের এ শুভেচ্ছা জানায় বিএসএফ।  

প্রতিবছর দিওয়ালি, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ঈদসহ দোলের সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করে থাকেন।

 

উভয় দেশের জওয়ানদের অভিমত, এমন অনুষ্ঠানে নিজেদের মধ্যে কুশল বিনিময় করলে সৌভ্রাতৃত্ব আরও মজবুত হয়।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।