ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

মাধববাড়ীতে সিপিআই (এম) প্রতিনিধিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
মাধববাড়ীতে সিপিআই (এম) প্রতিনিধিরা স্থানীয়দের সঙ্গে কথা বলছেন মানিক সরকার, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): সন্ত্রাস বিদ্ধস্ত মাধববাড়ী এলাকা ঘুরে দেখলেন ত্রিপুরার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দল নেতা মানিক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে তিনি এলাকাটি ঘুরে দেখেন তারা। এ সময় দলটির মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার পবিত্র কর, তিন সাবেক মন্ত্রী মানিক দে, রতন ভৌমিক, তপন চক্রবর্তীসহ অন্যান্য নেতারা।

গত ৮ জানুয়ারি হরতাল চলাকালীন পুলিশ এবং হরতালকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পশ্চিম জেলার অন্তর্গত মাধববাড়ী এলাকায়। পুলিশকে বাধ্য হয়ে গুলি ছুড়তে হয়। এতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়। উত্তেজিত হরতালকারীরা দোকান ভাঙচুর করে এমনকি অগ্নিসংযোগও করে। সেদিনের ঘটনায় ছয়জন যুবকসহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।