ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ৫০ লাখ রুপির মাদকসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আগরতলায় ৫০ লাখ রুপির মাদকসহ আটক ২ নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানা, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ রুপির মাদকসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নিহার রঞ্জন রায় (৩৫) ও মনিদীপ্ত দেববর্মা (৩০)।

রোববার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটি অভয়নগর ও কৃষ্ণনগর এলাকা থেকে তাদের আটক করে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানা পুলিশ।

পশ্চিম জেলা পুলিশ কর্মকর্তা (এসপি) অজিত প্রতাপ সিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে অভিযান চালিয়ে রাজধানীর ভাটি অভয়নগর থেকে নিহার রঞ্জন রায়কে ও কৃষ্ণনগর এলাকায় থেকে মনিদীপ্ত দেববর্মাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৮শ’ গ্রাম হেরোইন, হেরোইন ভর্তি ৪৭০টি ছোট কৌটা, নগদ ১ লাখ ৩৯ হাজার রুপি, ওজন মাপক যন্ত্র, একাধিক মোবাইল জব্দ হয়। যার মূল্য প্রায় ৫০ লাখ রুপি হবে।

তিনি আরও জানান, এ মাদকবিক্রেতাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানান চেষ্টা করছে পুলিশ। আটকদের বিরুদ্ধে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।