ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩ অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, ছবি: সংগৃহীত ফাইল ফটো

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় অটোরিকশার মধ্যে পেছন থেকে একটি গাড়ির ধাক্কা লেগে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া চালকসহ ছয়জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজ্যটির পশ্চিম জেলার আমতলী থানা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগরতলার বাধারঘাট এলাকার সিএনজি স্টেশন থেকে গ্যাস ভরে বিশালগড় এলাকার দিকে যাওয়ার পথে আমতলী স্কুলের কাছে পেছনের গাড়ির ধাক্কা লেগে অটোরিকশায় বিস্ফোরণ হয়।

আর এর আগুনে পুড়ে অটোরিকশাতে থাকা শিশুসহ তিন যাত্রী নিহত হন। এসময় পাশে থাকা একটি মোটরসাইকেলও পুড়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব সেনগুপ্ত, আমতলী মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অজয় কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এছাড়া আমতলী থানায় যান পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এবং ডিআইজি অরিন্দম নাথ।
 
পুলিশ সুপার এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের আগুনে আটোরিকশার চালকসহ পাশে থাকা ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ হয়ে নিহত একজনের নাম প্রদীপ বিশ্বাস। তার বাড়ি সিপাহীজলা জেলার গকুলনগর এলাকায়। এছাড়া বাকিদের পরিচয় পাওয়া যায়নি এখনও।

তবে দগ্ধ অটো চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম সন্দীপ ঘোষ (২২)। তিনিও গকুলনগর এলাকারই।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।