ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় আরো ১৩টি নতুন কলেজ হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ত্রিপুরায় আরো ১৩টি নতুন কলেজ হবে: শিক্ষামন্ত্রী নতুন ওয়েবসাইট। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে বর্তমানে ২২টি ডিগ্রি কলেজ রয়েছে। পাশাপাশি আরো সাতটি ডিগ্রি কলেজ এবং ছয়টি প্রযুক্তি ও কারিগরি সংক্রান্ত বিষয়ের ডিপ্লোমা কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। 

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে আগরতলার অফিস লেনে শিক্ষা ভবনে নতুন একটি ওয়েবসাইটের উদ্বোধন শেষে শিক্ষা দফতরের মন্ত্রী রতন লাল নাথ এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্য উচ্চ শিক্ষা দফতরের কাজকর্ম সংক্রান্তসহ অন্যান্য বিষয়ে তথ্য যেকোনো জায়গা থেকে সহজেই অনলাইনে পাওয়া যায় এবং দফতরের কাজকর্মের বিষয়ে সাধারণ মানুষ যাতে জানতে পারে তার জন্য নতুন একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

এর ফলে আরো সহজেই মানুষ দফতরের কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন।  

এসময় মন্ত্রী ছাড়াও উচ্চ শিক্ষা দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।