ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আগরতলা

যুব উৎসবে ব্যাপক দুর্নীতি হয়েছে: বীরজিৎ সিনহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
যুব উৎসবে ব্যাপক দুর্নীতি হয়েছে: বীরজিৎ সিনহা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীরজিৎ সিনহা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা অভিযোগ করেছেন আগরতলায় আয়োজিত ষষ্ঠ উত্তরপূর্বাঞ্চল যুব উৎসবে ব্যাপক দুর্নীতি হয়েছে। 

শনিবার (১৭ নভেম্বর) আগরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বীরজিৎ সিনহা বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে যুব উৎসবে আগত যুবকদের নিম্ন মানের খাবার পরিবেশন করা হয়েছে।

আর এ যুব উৎসব পরিচালিত হচ্ছে বিজেপির একাংশ নেতাদের ইশারাতে। এ কারণেই ব্যাপক দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা।

সংবাদ সম্মেলনে বীরজিৎ সিনহা আরও অভিযোগ করেন, ত্রিপুরা থেকে একের পর এক উড়োজাহাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। এজন্য রাজ্য সরকারের নীতিকে দায়ী করেন বীরজিৎ সিনহা।  

তিনি বলেন, উত্তরপূর্ব ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা রাজ্যে এভিয়েশন কর অনেক বেশি। এ কর কমানো এবং উড়োজাহাজ বাড়ানোর জন্য রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।