ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

আগরতলা

স্কুল শিক্ষার্থীদের জন্য আসাম রাইফেলসের বর্ণাঢ্য আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
স্কুল শিক্ষার্থীদের জন্য আসাম রাইফেলসের বর্ণাঢ্য আয়োজন

আগরতলা: সার্জিক্যাল স্ট্রাইক দিবস উপলক্ষে আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুলের মাঠে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, অস্ত্রপ্রদর্শনী এবং বড় পর্দায় পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের সময়ের ধারণকৃত ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করে আসাম রাইফেলসের ২১ নং সেক্টর। 

শনিবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক মহাত্মা সন্দীপ এন, পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এবং আসাম রাইফেলসের ২১ নং সেক্টরের ব্রিগেডিয়ার অশ্বিনী নায়ার প্রমুখ।  

অস্ত্রপ্রদর্শনীতে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র, কামান, গ্রেনেড, শেল, মর্টার ইত্যাদি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে শিক্ষার্থীরা।

 

এক শিক্ষার্থী সংবাদ মাধ্যমকে বলে, এতো দিন আমরা ছবিতে বা টেলিভিশনে এসব দেখেছি। আজ নিজ হাতে নিয়ে দেখলাম, খুব ভালো লাগছে। ভারতের আগামী দিনের নাগরিক হিসেবে গর্ববোধ করছি। জওয়ান আঙ্কেলদের মতো আমরাও সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ রক্ষা করতে চাই।  

স্কুলের মাঠে সেনা সদস্যরা দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন এবং আসাম রাইফেলস ব্যান্ড বাজনা প্রদর্শন করে।  

আসাম রাইফেলসের ২১ নং সেক্টরের ব্রিগেডিয়ার অশ্বিনী নায়ার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেবল দেশের সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করলেই চলবে না। দেশের অর্থনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক ঐক্য ইত্যাদির নিরাপত্তা রক্ষার জন্য সবাইকে বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।