ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় পুলিশের ডিজি কার্যালয় ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
ত্রিপুরায় পুলিশের ডিজি কার্যালয় ঘেরাও ডিজি কার্যালয়ের গেটের সামনে সিপিআই (এম) দলের নেতাকর্মীদের অবস্থান। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগরতলার আখাউড়া রোডের ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের (ডিজি) কার্যালয় ঘেরাও করেছেন সিপিআই (এম) দলের নেতাকর্মীরা।

বিরোধী দলের কর্মীদের উপর হামলা বন্ধ ও রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে ওই কার্যালয় ঘেরাও করেন তারা।   এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা ও প্লে-কার্ড হাতে নিয়ে ডিজি কার্যালয়ের মূলগেটের সামনে বিক্ষোভ করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই (এম) দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, সাবেক মন্ত্রী মানিক দে, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, ডি ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ।

পরে কমিটির পবিত্র কর, সাবেক মন্ত্রী মানিক দে, কৃষ্ণা রক্ষিতসহ আরো কয়েকজন নেতা ডিজি একে শুক্লা'র সঙ্গে স্বাক্ষাৎ করেন।

স্বাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় পবিত্র কর সাংবাদিকদের জানান ডিজি একে শুক্লা বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বস্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad