ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

মাদক বিরোধী অভিযানে নারীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
মাদক বিরোধী অভিযানে নারীরা ত্রিপুরায় মাদক বিরোধী অভিযানে বিজেপির নারী নেত্রীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: মাদক বিরোধী অভিযানে ত্রিপুরায় এবার অভিযানে নামলেন প্রমিলা বাহিনী। নষ্ট করলেন বিপুল পরিমাণ মদ।

মঙ্গলবার (০৩ এপ্রিল) দিনগত রাতে মদ বিরোধী অভিযানে নামেন ধলাই জেলার আমবাসা মন্ডলের বি জে পির নারী মোর্চার সদস্যারা।  

তারা আমবাসা বাজারের বিভিন্ন জায়গায় অবৈধ মদের দোকান গুলোতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের ও চোলাই মদ জব্দ করেন।

পরে জব্দ মদ ড্রেনে ফেলে ও বোতলগুলো ভেঙে দেওয়া হয়।  
 
বি জে পি'র আমবাসা মন্ডলের সম্পাদিকা মৌটুসী শর্মা বাংলানিউজকে জানান, এদিন বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার বোতল মদ ও ৯০০ লিটার চোলাই মদ বিভিন্ন অবৈধ দোকান থেকে জব্দ করেছেন তারা। পরে তা নষ্ট করা হয়েছে।

আগামী দিনেও মহিলা মোর্চা মদ বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসসিএন/এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।