ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় বিজেপির বিজয় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আগরতলায় বিজেপির বিজয় মিছিল আগরতলায় বিজয় মিছিলে ত্রিপুরার রাজ্যে বিজেপির নেতা-কর্মীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিজয়ী হওয়ায় আগরতলায় বিজয় মিছিল করেছে ত্রিপুরার রাজ্যে বিজেপি।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে দলের কর্মী-সমর্থকরা রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলের নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করান এবং আবির মাখিয়ে উল্লাস করে।

মিছিলে উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, অবজারভার সুনীল দেওধর প্রমুখ।

বিজেপির ত্রিপুরা রাজ্যের সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, বিজেপির জনপ্রিয় একটুও কমেনি। দল যে সাধারণ মানুষের জন্য কাজ করছে তা গুজরাট ও হিমাচল রাজ্যে জয়ী হওয়াতেই প্রমাণিত। আগামী বছর ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে তা নিশ্চিত।  

এদিন আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য মহকুমাতেও বিজেপির কর্মী-সমর্থকরা বিজয় মিছিল করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।