ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আগরতলা

‘বিভাজনে পিএইচডি নিয়েছে শাসক দল’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
‘বিভাজনে পিএইচডি নিয়েছে শাসক দল’ সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। বিভাজনের রাজনীতিতে পিএইচডি ডিগ্রি নিয়েছেন শাসক দল সিপিআই (এম) ।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলার কৃষ্ণনগর এলাকায় দলের ত্রিপুরা প্রদেশ কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব।  

এর আগে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিজেপি ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য রাতের আঁধারে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে।

বিজন ধরের বক্তব্যের পাল্টা জবাবে বিপ্লব দেব এই মন্তব্য করেন।  

ত্রিপুরার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সিপিআই (এম) দলের নেতাকর্মীরাই হামলা করছে বলে অভিযোগ করেন বিপ্লব।

হামলার কারণ হিসেবে বিপ্লব বলেন, শাসক দলের ভয়ভীতির পরও বড় সংখ্যক জনজাতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিভিন্ন জাতিতে সংঘর্ষ বাধিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মুখপাত্র কমিটির সদস্য ডা অশোক সিনহা, মৃণাল কান্তি দেব, প্রসেনজিৎ চক্রবর্তী, সুশান্ত চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।