ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় বিজেপি’র থানা ঘেরাও কর্মসূচি পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
ত্রিপুরায় বিজেপি’র থানা ঘেরাও কর্মসূচি পালন বিজেপি’র থানা ঘেরাও কর্মসূচি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগ দাবিতে রাজ্যব্যাপী থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, বিজেপি কর্মীদের ওপর শাসক দলের হামলা, একাধিক বিজেপি কর্মীসহ দুই সাংবাদিক হত্যার ঘটনায় মঙ্গলবার (০৫ ডিসেম্বর) মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি।

কর্মসূচির অংশ হিসেবে বিজেপি’র প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পশ্চিম আগরতলা থানার সামনে এ কর্মসূচি পালন করে দলের নেতা-কর্মীরা।

এসময় প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তসহ অন্যান্য নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া রাজ্যের প্রতিটি থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।