ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

অপহরণের ৭ দিন পর ফিরলেন ত্রিপুরার ৪ ব্যাংকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
অপহরণের ৭ দিন পর ফিরলেন ত্রিপুরার ৪ ব্যাংকার স্বজনদের সঙ্গে সুব্রত দেববর্মা

আগরতলা: অবশেষে বাড়ি ফিরে এলেন ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার তৈদু এলাকার গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজারসহ চার কর্মকর্তা। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে অপহরণের সাতদিন পর অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন অপহৃতরা।

শুক্রবার (২৫ নভেম্বর) অফিস শেষে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতিকারী তাদের অপহরণ করে নিয়ে যায়।  

তেলিয়ামুড়া এলাকার বাসিন্দা অপহৃত ব্যাংককর্মী সুব্রত দেববর্মা জানান, সেদিন সন্ধ্যায় তারা যখন ব্যাংক থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন তখন একদল সামরিক পোশাক পরিহিত লোক বন্দুক নিয়ে বাইকে চড়ে এসে তাদের তুলে নিয়ে যায়।

কোথায় নিয়ে গিয়েছিলো তা বলতে পারছেন না তিনি।  

অপহরণকারীরা কি মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দিয়েছেন জানতে চাইলে সুব্রত দেববর্মা সাংবাদিকদের জানান, কোন অর্থ ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কারা তাদের অপহরণ করেছিলো তা জানাতে পারেননি এই ব্যাংক কর্মকর্তা।

অপহৃতদের রাতের আঁধারে তেলিয়ামুড়া মহকুমার মানিকবাজার এলাকায় ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তারা গাড়িতে করে নিজ নিজ বাড়িতে ফিরে আসেন বলে জানান সুব্রত দেববর্মা।

সুব্রত দেববর্মা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেও অপহৃত অপর তিনজন সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ। বাকি তিনজন হলেন ব্যাঙ্ক ম্যানেজার রক্তিম ভৌমিক, সুজিত দে ও তন্ময় ভট্টাচার্য্য।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।